প্রকাশের তারিখঃ 11-মার্চ-2025 ইং
ইং
গণপরিষদ নির্বাচন কীভাবে করতে চায় এনসিপি

সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এটি এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি।
গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে—সম্প্রতি এনসিপির এমন প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। তবে এ বিষয়ে দ্বিমত জানিয়েছে বিএনপি।
নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের বিষয়ে এখনো অটল অবস্থানে আছে এনসিপি।সম্প্রতি রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। পরে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহ উদ্দিন আহমদ আপত্তি জানান।
এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমরা ধরে নিতে পারি, এককভাবে গণপরিষদের ব্যাপারে তাদের (বিএনপির) আপত্তি নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে গেলে তাদের আপত্তি। আমরা এই দুই নির্বাচন একসঙ্গে করার কথা বলিনি। আমরা বলেছি, গণপরিষদ নির্বাচনে যারা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর তারাই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবেন। এটি হলে এখানে স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো সমস্যাই হবে না।
তিনি বলেন, বাংলাদেশে যেহেতু নির্বাচনকে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচন বলা হয় এবং মানুষ এর সঙ্গেই পরিচিত, এ জন্যই এটা এভাবে বলা হয়েছিল। কিন্তু মূলত আমরা বলতে চেয়েছি, গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে।
সালাহ উদ্দিন আহমদের বক্তব্য বিএনপির দলীয় অবস্থান কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন সামান্তা।
তিনি বলেন, তারা (সালাহ উদ্দিন) ঐকমত্য পোষণ না করার কথা এভাবে বলে দিতে পারছেন, এমন রিজিড অবস্থানে চলে যাওয়া আসলে তাদের পার্টি লাইন কি না, এ ব্যাপারটা এখনো বুঝতে পারছি না। অতীতে তাদের দলের বক্তব্য পরিবর্তনের নজির আছে। এ ক্ষেত্রেও এটা হবে কি না, তাদের কোনো একজন নেতা আবার নমনীয় অবস্থানে থাকবেন কি না, এটা এখনই বোঝা যাচ্ছে না।
© ২০২৫, টাইম্স সিলেট। সর্বস্বত্ব সংরক্ষিত।